কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাটে অভিযান চালিয়ে ৯শ’ কেজি জাটকা সহ ৪জনকে আটক করেছে র্যাব। আজ(মঙ্গলবার) সকালে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাকিবের নের্তৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত শাহিন খা, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন ও এমদাদুল হককে ৫হাজার টাকা করে জড়িমানা করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা সহ দরিদ্র মানুষের মধ্যে বিতরন করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন। এসময় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মৌসুমি আক্তার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে দক্ষিণ অঞ্চলের নোয়াখালী, বরিশাল, চাঁদপুর সহ মহিপুর থেকে অবৈধ জাটকা এনে মিয়ারহাট বাজারের বাবা ভান্ডারী মৎস্য আড়ৎ, ভাই ভাই মৎস্য আড়ৎ ও মায়ের দোয়া মৎস্য আড়তের মাধ্যমে কালকিনি, মাদারীপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় সরবরাহ করছে একটি চক্র।