২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮০টি কার্টনে আমদানি নিষিদ্ধ ১৬ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার সকাল ১১টার দিকে জিপিও সর্টিং অফিস থেকে এগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জিপিও সর্টিং অফিসে বিশেষ নজরদারি রাখে। আনুমানিক বেলা ১১টার দিকে স্ক্যানিং করে উক্ত সিগারেটগুলো পাওয়া যায়। এসব সিগারেট মোন্ড ব্র্যান্ডের। এক প্রশ্নের জবাবে মইনুল খান বলেন, জব্দ সিগারেটগুলো জনৈক মো. মানিক উদ্দীন, জিন্দাবাজার সিলেটের নামে এসেছে দুবাই থেকে।

তিনি আরও বলেন, ‘আমদানি নীতিমালা অনুযায়ী, প্যাকেটের গায়ে বাংলায় ধুমপান বিরোধী সতর্কীকরণ বার্তা লেখা ছাড়া কোনো সিগারেট আমদানি করা যায় না। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা।’ জব্দকৃত এসব সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মইনুল ইসলাম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ