১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

রুয়েটের র‌্যাগ ডে’তে চারদিনব্যাপী জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

জমকালো আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১২ সিরিজের চারদিন ব্যাপী “র‌্যাগ ডে” অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার রুয়েটের মিলনায়তনে প্রথম দিনে সন্ধ্যা থেকে শুরু রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। অনুষ্ঠানে টাইটেল স্পন্সার হিসেবে আছে নীল সাগর গ্রুপ।

উদ্বোধনী দিনে ১২ সিরিজের (২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি) শিক্ষার্থী যারা “ক্রমিক ব্যাচ” নামে পরিচিত তাদের উদ্যোগে ‘আনপ্লাগ’ নামে গানের আয়োজন করা হয়। লালন, আধুনিক, অরফেজ, আর্টসেলসহ বিভিন্ন ব্যান্ডের রক গান পরিবেশেন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থীরা গানের সাথে নিজেরাও আনন্দ উল্লাসে মেতে উঠে।

চারদিনের জমকালো বিদায়ী উৎসবকে স্বরণীয় করে রাখতে থাকছে বর্ণাঢ্য র‌্যালি, রঙ উৎসব, ঢাকার নামীদামী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক রাতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার (১৩ তারিখ) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও রঙ উৎসবের আয়োজন করা হয়েছে। ১৪ তারিখ সন্ধ্যায় থাকবে ‘সাংস্কৃতিক রাত’। সেখানে রুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলবে নাচ ও নাটক। অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকছে ১৫ তারিখে। উক্ত অনুষ্ঠানে পারফর্ম করবেন আর্টসেল, আর্বে ভাইরাস, বে অফ বেঙ্গল, পার্থিবো ব্যান্ড।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ