নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাফরুলের কাজিপাড়া এলাকায় বাসচাপায় তাসলিম আলম তৃষা (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে দুর্ঘটনার সময় তার মা পাশেই ছিলো।
কাফরুল থানার ওসি সিকদার মোহাম্মদ শামীম জানান, তৃষা মিরপুর আইডিয়াল জুনিয়র ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো। বেলা ১২টার দিকে মায়ের সাথে স্কুলে যাচ্ছিল তৃষা। ওই এলাকায় রাস্তাপার হওয়ার সময় মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়া তেতুলিয়া পরিবহনের একটি বাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী ওই বাসে আগুন লাগিয়ে দেয়। পুলিশের সহায়তায় গাড়ির আগুন নেভানো হয়। পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

