১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

দাগনভূঞায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে মঙ্গলবার সকালে অপহরণ করা হয়েছে বলে পাওয়া গেছে। ওই স্ক্রলছাত্রীর মা বলেন, আমার মেয়ে কোচিং করার জন্য স্কুলে যাচ্ছিল। এ সময় দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মাকের্টের সনি ভিডিও এডিটিংয়ের কর্মচারী ও আলীপুর গ্রামের আবুল কালামের ছেলে আবুল হোসেন (৩০) ও তার সহযোগেীরা মেয়েকে জোর পূর্বক সিএনজি অটোরিকশাযোগে অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায়। অপহরণের বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ