২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:২৪

ভূমিমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গা নিহত

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির সীমান্তের আশারতলী সীমান্তে ভূমিমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম মোক্তার আহমদ (৪০)। নাইক্ষংছড়ি পুলিশ এবং বিজিবি সুত্র মঙ্গলবার সকালে এ তথ্য দিয়েছে। সুত্র জানায়, সোমবার রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৬নং পিলারের কাছে এ মাইন বিস্ফোরণ ঘটে। নিহত মোক্তার আহমদ মিয়ানমারের রাখাইন রাজ্যের ফকিরাবাজার এলাকার আবদুস সালামের ছেলে। সোমবার নিহত মোক্তারসহ গত এক সপ্তাহে কেবল নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অবৈধভাবে পুঁতে রাখে ভূমিমাইন বিস্ফোরণে নারীসহ বিভিন্ন বয়সী ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে পরিবারের ৬ সদস্যসহ আশ্রয় নিতে আসে আশারতলী সীমান্ত এলাকায়। সেখানে ভূমিমাইন বিস্ফোরণে নিহত হয় গৃহকর্তা মোক্তার।
এলাকার জনপ্রতিনিধিরা এ তথ্য দিয়েছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৩:১৪ অপরাহ্ণ