২৩শে জানুয়ারি, ২০২৫ ইং | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

যমুনার পানি ফের বিপদসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবর্ষণে যমুনার নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত তিন দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে (শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায়) ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

চলতি বছরের আগস্টে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলাবাসীর মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক বিরাজ করছে। এদিকে পানি বাড়ার কারণে জেলার সদর, চৌহালী, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি, কাওয়াকোলাসহ বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

এতে বন্যাকবলিত মানুষগুলো গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, আগের তুলনায় এবার ধীরগতিতে পানি বাড়ছে। পানি আরও ২-৩ দিন বাড়তে পারে। তবে আশঙ্কার কিছু নেই। পাউবো নদী তীর সংরক্ষণ বাঁধগুলো ঠিক রাখতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ২:০৮ অপরাহ্ণ