১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

চট্টগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজানে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের পুত্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন (২৭), ঊনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন (২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী মীর হোসেন সওদাগরের বাড়ীর মৃত ছৈদুল হকের পুত্র মো শাহেদ(২৯)।

অভিযানে নেতৃত্বদানকারী নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ জানান, এই সময় তাদের কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ও সমপরিমাণের ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্ষের মধ্যে থাকা অপর তিন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ১:৪৭ অপরাহ্ণ