শিল্প–সাহিত্য ডেস্ক:
সুনামগঞ্জের ভাটি-বাংলার বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের ৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। গানের মাধ্যমে সহজ, সরল ভাষা আর হৃদয় কাড়া মায়াবী সুরে বাউল শাহ আব্দুল করিম স্থান করে নিয়েছেন হাজার হাজার মানুষের অন্তরে। তার সকল সৃষ্টিই হাওরাঞ্চলবাসীর কল্যাণে কাজ করছে এখনও।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে সাধারণ এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম। আর ২০০৯ সালে ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
বাউল শাহ আব্দুল করিমের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে তার জন্মস্থান উজানধল গ্রামে তার নিজ বাড়িতে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বাউল শাহ আব্দুল করিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও করিম গীতির আয়োজন করা হয়েছে।