নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। পুলিশ হত্যা মামলার হাজিরা দিতে খুলনা যাওয়ার পথে শহরের সার্কিট হাউজ এলাকায় মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার খলিলুর রহমান, সাবদার আলী, শহিদুল ইসলাম, মতিয়ার রহমান, জহির উদ্দিন, মহিউদ্দিন, আনোয়ার আলী, সামছুদ্দিন। বাকিদের নাম জানাযায়নি।
স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ৩ মার্চ হরিণাকুন্ডুতে এক পুলিশকে হত্যা করা হয়। ওই মামলার হাজিরা দিতে সকালে বাসে হরিণাকুন্ডু থেকে খুলনায় যাচ্ছিলেন ৫০ জন যাত্রী। পথিমধ্যে ঝিনাইদহ সার্কিট হাউজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে ঝিনাইদহ ফায়াস সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
দৈনিক দেশজনতা /এমএইচ