৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৫

মাগুরায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আজ সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। নিহতরা হচ্ছেন- ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)।

নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফারুক রেজা জানান, বেলা ১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি ধানক্ষেতে বৃষ্টির মাঝে ধান লাগানোর কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় প্রচন্ড শব্দে তাদের উপর বজ্রপাত হয়। এতে তারা দুজনই মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ করিম তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই সময় ওই গ্রামে বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামে দুজন বজ্রপাতে আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে জানান চিকিৎসক।

দৈনিকদেশজনতা/ এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ৬:০২ অপরাহ্ণ