১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

রোহিঙ্গা জাতি নির্মূলে নেমেছে মিয়ানমার: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন বলেছেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যেভাবে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে, তা জাতিগত ভাবে নির্মূল করার শামিল। খবর বিবিসি’র। মানবাধিকার বিষয়ক প্রধান সোমবার আরও বলেন, রোহিঙ্গাদের লক্ষ্য করে যেভাবে সামরিক অভিযান চালানো হচ্ছে তা পাঠ্য বইয়ের পাতায় ‘জাতিগত নিধনের’ উদাহরণ হয়ে থাকবে বলেই মনে হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন এজন্যে অবিলম্বে মিয়ানমার সরকারকে সামরিক অভিযান বন্ধের আহবান জানান। তিনি বলেন, ‘জাতিসংঘের তদন্তকারীদের রাখাইন রাজ্যে ঢুকতে না দেয়ায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা সম্ভব হচ্ছে না। গত আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে জঙ্গি দমনের নামে সামরিক অভিযান শুরুর পর প্রায় ৩ লাখ রোহিঙ্গা মুসলিম সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এর আগে গত বছরের নভেম্বর মাসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’এর এক উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘মিয়ানমারের সরকার সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে।’

সেই সময় কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের প্রধান কর্মকর্তা জন ম্যাককিসিক’ও বলেছিলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষদের হত্যা করছে, শিশুদের জবাই করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাট করছে।’ আন্তর্জাতিক নিন্দার মুখেও মিয়ানমারের সরকারের দাবি, সন্ত্রাসীদের হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালাচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ