১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার বংশালের আলুবাজার এলাকায় পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (২১)। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত মোবারকের বন্ধু রাকিব বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আলুবাজার হাজী ওসমান গনি রোডের একটি বাড়িতে পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোবারক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত মোবারক হোসেন আলুবাজার আঁখি এন্টারপ্রাইজ নামের একটি দোকানের কর্মচারী। তিনি মুন্সীগঞ্জের লৌহজং থানার জসনদিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোবারকের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। তার পরিবারের সদস্যরা এলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ