১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার রাতে আঘাত হানা ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এদিকে ওই ভূমিকম্পের পর এখন মেক্সিকোতে আফটারশক (পরাঘাত) অনুভূত হচ্ছে। জুছিতান শহরের প্রায় এক-তৃতীয়াংশ বাড়িই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিহতদের মধ্যে ওই শহরেরই রয়েছেন প্রায় ৩৬ জন।

ওয়াক্সাসা ও চিয়াপাসের কর্মকর্তারা বলছেন, হাজোরো ঘরবাড়ি ও স্কুলের ক্ষতি হয়েছে। হাজারো মানুষ পানির সংকটে রয়েছেন। বারবার পরাঘাতের কারণে এখন ভয় কাটছে না সেখানকার মানুষের। রোববার সকালেও ৫.২ মাত্রার পরাঘাত অনুভূত হয়। ফলে অনেকেই খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।

ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে স্বল্প উচ্চতার সুনামি হয়েছে। গুয়েতেমালাতে প্রাণহানির খবর পাওয়া গেছে। মেক্সিকোর এই ভূমিকম্প ১৯৮৫ সালের পর সবচেয়ে শক্তিশালী। ১৯৮৫ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল ১০ হাজার মানুষ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ