নিজস্ব প্রতিবেদক:
এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে দেড় হাজার টাকার বেশি। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ২৬ হাজার ৮২৭ টাকা।
সে হিসেবে সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৫৮৩ টাকা বেশি গুণতে হবে ক্রেতাদের।
সর্বশেষ গত ১৩ অগাস্ট সব ধরনের স্বর্ণের দাম একই হারে বাড়িয়েছিল বাজুস। এর আগে ২৭ জুলাই আরেক দফা দাম বাড়ানো হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানো হয় বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠনটি। স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম বাড়েনি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।
দৈনিক দেশজনতা /এমএইচ