১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

সেরা বাংলাবিদ হতে যাচ্ছেন যিনি

শিল্পসাহিত্য ডেস্ক:

রাইসা সালসাবিল, প্রতীক পনতীর্থ, সিরাজুল আরিফিন, সমর্পণ বিশ্বাস, নুসরাত সায়েম ও সোয়েব সানিয়াদ খান তূর্য— এ ছয়জনকে ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। তাদের মধ্যে কে হতে যাচ্ছে সেরা বাংলাবিদ? কে পেতে যাচ্ছে ১০ লাখ টাকার মেধাবৃত্তি?

কথা হচ্ছিল চ্যানেল আই-এর রিয়েলিটি শো ‘বাংলাবিদ’ নিয়ে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটির গ্রান্ড ফিনালে সরাসরি প্রচার করবে চ্যানেলটি। আর ‘বাংলাবিদ’-এর টাইটেল স্পন্সর হিসেবে আছে ইস্পাহানি মির্জাপুর। মাস কয়েক আগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিযোগীদের শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের ওপর জোর দেওয়া হয়।

মূল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে আছেন কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক, অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও মিডিয়া ব্যক্তিত্ব সুর্বণা মুস্তাফা। পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকজন শিক্ষক ও ভাষা বিশেষজ্ঞ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ