স্পোর্টস ডেস্ক:
টেনিসের জীবন্ত কিংবদন্তি রাফায়েল নাদাল আরও একটি গ্র্যান্ডস্লাম জিতলেন। ইউএস ওপেনের ফাইনালে কেভিন অ্যান্ডারসককে উড়িয়ে দিয়েছেন। রোববার রাতে নাদালের জয় ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। তিনি এই নিয়ে ১৬টি গ্র্যান্ডস্লাম জিতলেন।
ফ্ল্যাশিং মিডোয় নাদালই জিতবেন বলে বাজির ধর ছিলো চড়া। তবে জিতলেন ধারনার চেয়েও তীব্র গতিতে। তার গতির কাছে দক্ষিণ আফ্রিকান অ্যান্ডারসন পাত্তায় পাননি। ২০১৩ সালের পর একই বছরেও দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন স্প্যানিশদের প্রিয় রাফা। বিশ্বের এক নম্বর এক টেনিস তারকা গেল জুনে জিতেছিলেন ফ্রেন্স ওপেনের শিরোপা। ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি, চোখে আনন্দের জল এনে বলেছেন, ‘অবিশ্বাস্য এক বছর গেল। কয়েকবছরের সংকটের দিন পার করে আবার সাফল্য এসেছে। আমি খুশি, ভীষণ খুশি।’
এই বছর টেনিস মানেই রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জেতেন রজার ফেদেরার। নাদাল জিতলেন ফ্রেঞ্চ ও ইউএস ওপেনে। সব গ্র্যান্ডস্লামই তাদের পকেটে। পুরুষ রেকর্ড সর্বোচ্চ ১৯টি গ্র্যান্ডস্লামের শিরোপা আছে রজার ফেদেরারের। দুইয়েই আছেন নাদাল। তার ঝুলিতে শিরোপা ১৬টি।লিজেন্ড পিট সাম্পাস জিতেছিলেন ১৪টি।
তবে কেবল ফ্রেঞ্চ ওপেনের হিসাব করলে নাদালই সবচেয়ে এগিয়ে। ওই শিরোপা ১০ বার জিতেছেন। ইউএস ওপেন তিনবার জিতেছেন। উইম্বলডনে তার জয় দুটি আর একবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিতে চুমু খেতে পেরেছেন এই স্প্যানিয়ার্ড।
দৈনিকদেশজনতা/ আই সি