ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত এবং গণপিটুনিতে গরুচোর নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোরে পৃথক এ ঘটনা ঘটে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের জিটকা গ্রামে ভোর সাড়ে ৩টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় (৩৮) এক ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে ছিল। লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ত্রিশাল থানার ওসি জাকিউল ইসলাম জানান, উপজেলার বৈলর এলাকায় ভোর পৌনে ৪টায় গরুচুরির পর পিকআপে করে নিয়ে যাওয়ার সময় চোরেরা স্থানীয়দের বাধার মুখে পড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক চোর নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
দৈনিকদেশজনতা/ আই সি