শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে গেছে। এতে লঞ্চগুলোর পাঁচ কর্মী আহত হয়েছেন। আর শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার ভোরে স্রোতের তোড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। লঞ্চ তিনটি হলো- নড়িয়া-২, মৌচাক-২ ও মহানগরী। মৌচাক লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। আর মহানগরী ও নড়িয়া-২ একই ঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন পল্টুনে নোঙর করা পাঁচটির মধ্যে তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। তিনি জানান, পরে এসব লঞ্চের পাঁচ কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘাটে পৌঁছে লঞ্চের খোঁজ শুরু করেছেন। সুরেশ্বরের কাছে একটি লঞ্চের মাথা দেখা গেছে। উদ্ধার তৎপরতায় গতি আনতে নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

