১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

আমিরাতে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৈনিক দেশজনতা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

ওসমান আলীর সভাপতিত্বে ও ভিপি মাসুদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রফিক আহমেদ। প্রধান বক্তা ছিলেন, সিনিয়র উপদেষ্টা হাজি ফারুক হোসেন।

বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম তালুকদার, আব্দুর রহমান, প্রকৌশলী তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদ, মনির হোসেন, হালিম, মাহবুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ৩:২২ অপরাহ্ণ