নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার বেলা পৌনে ১২ টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর উচিত বিদেশ সফরে গিয়ে আন্তর্জাতিক মহল বিষয়টি বুঝিয়ে সমস্যার সমাধান করা। সরকার যথাসময়ে কূটনৈতিক ব্যবস্থা গ্রহন করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, মিয়ানমার তার নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিয়ে এদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে। যা মেনে নেয়া যায় না।
বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত এ আগ্রাসী সরকার জবরদখল করে ক্ষমতায় টিকে রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি