১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

হাতিরঝিলে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিল থেকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় কাইয়ুম সরকার (২৭) নামে এক পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্ট সোসাইটির গেটের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। রোববার সকালে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, রক্তাক্ত অবস্থায় হাতিরঝিলে পড়ে থাকতে দেখে কাইয়ুম সরকারকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরো বলেন, ‘কাইয়ুমের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানতে পেরেছি তিনি গুলশান চ্যান্সারি পুলিশে (কূটনীতিক পাড়ার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত) কর্মরত ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ