১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

ফ্লোরিডায় আসছে হারিকেন ইরমা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইরমা। রাজ্যের গভর্নর রিক স্কট এরই মধ্যে স্থানীয়দের যতো দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আটলান্টিক মহাসাগরে স্মরণকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর ঘুর্ণিঝড়টি রোববার যে কোনো সময় ফ্লোরিডায় আঘাত হানতে পারে।

ফ্লোরিডার গভর্নর জানিয়েছেন, দেরি হয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব স্থানীয়দের বিপদজনক স্থান ত্যাগ করা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হারিকেন ইরমার আঘাতে এরই মধ্যে রাজ্যের দক্ষিণ-পূর্ব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকুলে ২শ’ কিলোমিটার বেগে বাতাস বইছে। ইরমার আঘাতে উঁচু জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। ক্যারিবিয় দ্বীপপুঞ্জের পর এরইমধ্যে হারিকেনটি কিউবা’কে আঘাত হেনেছে।

এর আগে হারিকেন ইরমা ফ্লোরিডা উপকুলে আ্ঘাত হানতে যাচ্ছে এমন পূর্বাভাস পাওয়ার পর রাজ্যের প্রায় ৬৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ফলে ফ্লোরিডার মোট জনসংখ্যার এক চতুর্থাংশকেই তাদের আবাসস্থল ছাড়তে হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্যাটাগরি ৫ মাত্রার ঘুর্ণিঝড়টি কিউবার ক্যামাগুয়ে দ্বীপপুঞ্জে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাদের হিসেবে হারিকেন ইরমা দুর্বল হয়ে ৩ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

তাতেও ফ্লোরিডার জনগণের স্বস্তির কিছু নেই! দেশটির আবহাওয়া দপ্তরের হিসেবে, ফ্লোরিডা উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯৩ কিলোমিটার। কিউবায় গত ৮০ বছরের মধ্যে ৫ মাত্রার কোনো হারিকেন আঘাত হানেনি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ফ্লোরিডায় আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তিশালী হয়ে উঠতে পারে। চলতি সপ্তাহে হারিকেন ইরমা ক্যারিবিয় দ্বীপপুঞ্জে আঘাত হানার পর এখন পর্যন্ত ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ