১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৩

মৌলভীবাজারে গাছকাটাকে কেন্দ্র করে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়ায় গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মাসাদ মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। নিহত মাসাদ মিয়া শিমুলিয়া গ্রামের জমজ আলীর ছেলে।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন ভূইয়া জানান, শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্রে ধরে কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে সুমন মিয়ার পক্ষের মাসাদ নামে একজনের গলায় তীরের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের আরও ১০ জন আহত হন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ