১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

এক যুগ পর জয়-চুমকি

বিনোদন ডেস্ক:

নাটক রচনা, নির্দেশনা, অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দুটি সেলিব্রিটি শো নিয়ে দারুণ ব্যস্ত শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা-নির্মাতা মীর সাব্বিরের সঙ্গে বিয়ের পর সংসার এবং এরপর দুই সন্তান নিয়ে ব্যস্ত থাকায় ফারজানা চুমকি অভিনয়ে নিয়মিত নেই।

একসময় নিয়মিত জুটি হিসেবে দেখা গেলেও এবার এক যুগ পর জয়-চুমকি একই নাটকে দেখা দিচ্ছেন। জিনাত হাকিমের রচনা ও মো. মাহফুজার রহমান প্রযোজিত নাটকটির নাম ‘তাহাদের কথা’। শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। ‘তাহাদের কথা’ প্রসঙ্গে জয় বলেন, “জিনাত ভাবী নাট্যকার হিসেবে অনেক আগে থেকেই সমাদৃত একজন। সবসময়ই তিনি খুব ভালো নাটক লেখেন। ‘তাহাদের কথা’ নাটকের মূল ভাবনা খুব সুন্দর। আর চুমকি ভাবীর সঙ্গে দীর্ঘদিন পর একই ফ্রেমে কাজ করে বেশ ভালো লেগেছে। তাছাড়া বিটিভির কাজ করতে এখন বেশ ভালোই লাগে। কারণ পারিশ্রমিক আগের চেয়ে এখন অনেক ভালো।”

চুমকি বলেন, ‘নাটকের গল্পটি দারুণ। প্রযোজক মাহফুজারের কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাকে একটি ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছেন জয় পরিচালিত নতুন সিনেমা ‘অর্পিতা’। আর সাংসারিক ব্যস্ততার পাশাপাশি চুমকিকে মাঝে মাঝে অভিনয়ে দেখা যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১:২১ অপরাহ্ণ