লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সোহেল মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোহেল পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের মহসীন আলীর ছেলে। নিহত সোহেলের পরিবার জানিয়েছেন, শনিবার ভোরে সোহেলসহ কয়েকজন ডাংগোয়াল (গরু পারাপারকারী) সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতীয় পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা স্পিডবোর্ড দিয়ে তাদের ধাওয়া করে সোহেলকে আটকের পর বেধড়ক মারপিঠ ও নির্যাতন করে। সোহেল প্রাণভয়ে বিএসএফের হাত থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। মুমূর্ষু অবস্থায় পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। নিহতের খালাতো ভাই রাশেদ জানান, সোহেল ফোনে জানায় বিএসএফের নির্যাতনে তার জীবন যায় যায় অবস্থা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত জানান, বিএসএফের নির্যাতনে সোহেলের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও গরু পারাপারকারীরা এ ঘটনা নিশ্চিত করেছে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, বিএসএফের নির্যাতনে মৃত্যু ঘটেছে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাকে অন্য কেউ মেরে ঘটনা ভিন্ন খাতে নিচ্ছে কি না তা তদন্ত করে দেখা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি