নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে। শনিবার সকাল ১০টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় কাপড় বাধা ছিল। ধারনা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের পরনে ফুল প্যান্ট আর সাদা কালো চেক শার্ট ছিল। তিনি জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

