১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

প্রীতি জিনতা দল কিনলেন দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগেও

ক্রীড়া ডেস্ক :

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল কিনেছেন তিনি। আজ শুক্রবার গ্লোবাল লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে তার নাম ঘোষণা করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। গ্লোবাল লিগের স্টেলেনবচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন প্রীতি।

প্রীতি জিনতা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেট ট্যালেন্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হয়ে উঠবে। দারুণ সময় কাটবে তাদের। এই লিগ তাদের সুযোগ করে দিবে দেশের সেরা তারকা হয়ে ওঠার। সুযোগ করে দিবে বিশ্বসেরা তারকা হওয়ার। এর সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত। আমি বিশ্বাস করি একটি সফল ইভেন্ট হবে।’

প্রীতি জিনতার দল স্টেলেনবাচের হয়ে খেলবেন ফাপ ডু প্লেসিসের মতো তারকারা।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ