১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

যশোরে ট্রাক চাপায় নিহত ২

 নিজস্ব প্রতিবেদক:

যশোরের ছাতিয়ানতলায় ট্রাক চাপায় ইসলামি আন্দোলনের নেতাসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরতলী শেখহাটি জামরুলতলা এলাকার সাইফুল্লাহ মোল্যার ছেলে ইসলামি আন্দোলনের নেতা কণ্ঠশিল্পী মাওলানা আবু জাফর যশোরী (৩২) ও শহরতলির নূরপুর ডাকাতিয়া এলাকার সোলায়মান মিনার ছেলে হাফেজ বোরহান উদ্দিন (৩০)। আহতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট নতুনমাথা এলাকার তবিবুর রহমান তামিম (২১) ও মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবুজার (১৮)। নিহত আবু জাফর ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, ইসলামি আন্দোলনের নেতা আবু জাফর যশোরীসহ চারজন বরিশালের বোরহানউদ্দিন উপজেলার পায়রা গ্রামে একটি ওয়াজ মাহফিল থেকে প্রাইভেট কারযোগে যশোরে ফিরছিলেন। শুক্রবার সকালে গাড়িটি যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছুলে একটি ট্রাক ওই প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ওই চারজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর আবু জাফর ও বোরহান উদ্দিন মারা যান। আহত তামিম ও আবুজার যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ৭:১৪ অপরাহ্ণ