১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশে মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের বাইরে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সমাবেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের জন্য আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচার দাবিও করেন তারা।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ৫:৩৯ অপরাহ্ণ