১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

হবিগঞ্জ খোয়াই নদীতে নৌকাডুবি, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ সদর উপজেলায় খোয়াই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছে অন্তত ৫ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দৌলতপুর গ্রামের বিধবা রানী সরকার (৪৬), হরিপদ দাসের মেয়ে মুক্তারানী দাশ (৮) ও দিমবত আলীর স্ত্রী ফুলচান বিবি (৭০)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম জানান, শহরের চৌধুরী বাজার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা সিমেন্টের ওপর ৩০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল। অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকা ডুবে যায়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। এছাড়া আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।

এছাড়া আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ