১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

ময়মনসিংহে এসিড নিক্ষেপকারী দুর্বৃত্তরা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ তিন ভাই বোন মামলার দুই আসামির একজন তিন  দিনের আরেক জন দুই দিনের পুলিশ রিমান্ডে। বুধবার ময়মনসিংহ সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ওই মামলার আসিামি আল-আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে । গ্রেপ্তার সোহেলের তিন দিন এবং এসিড বিক্রেতা উজ¦ল বণিকের দুই দিনের রিমান্ড পায় পুলিশ ।

হালুয়াঘাট থানা পুলিশ বলছে, গতকাল বুধবার গ্রেপ্তার তিন জনকে আদালতে সোপর্দের পর রিমান্ড চাওয়া হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা এ তথ্য জানিয়ে বলেন, রিমান্ডের আসামিদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উপজেলার জুগলী ইউনিয়নের কালাপাগলা গ্রামের বাসিন্দা অনার্স পড়ুয়া শিক্ষার্থীসহ একই পরিবারের তিন সহোদরকে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের রঘূনাথপুর গ্রামের সোহেল,  কালাপাগলা গ্রামের আল-আমিন এবং এসিড বিক্রেতা উজ্বল বণিককে গ্রেপ্তার করে।

৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কালাপাগলা গ্রামের আাবুল কালামের দুই মেয়ে মরিয়ম আক্তার, মহিরন ও অনার্স পড়ুয়া ছেলে রাসেলকে এসিড নিক্ষেপ করা হয়। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ