২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫০

রাজশাহীতে মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় বন্ধ রয়েছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের রেল যোগাযোগ।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইন ক্রস করার সময় ইঞ্জিনের পরের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে রেলওয়ের কর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।

 

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ