১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
তারা হলেন- উপজেলার শিমুলবাড়ি গ্রামের অফ্ফার মণ্ডলের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুখু মিয়া, নাটাবাড়ি গ্রামের বেলার হোসেনের ছেলে যৌতুক মামলার আসামি মিঠু মিয়া, উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লালন মণ্ডল, পাবনার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল রানা, উত্তর সারুটিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে তারেক রহমান, দক্ষিণ সালুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক মিয়া  ও পাটুলিপাড়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে শরিফুল ইসলাম।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক ছিলেন। ঈদে বাড়ি আসলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৯:২৪ অপরাহ্ণ