১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:০৫

ফের বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

আবারও বিদ্যুতের দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ পয়সা পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

নতুন করে এই দাম কার্যকর হলে মোট দামের ওপর পাঁচ শতাংশ হারে বাড়বে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে আমরা আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। এ সময়ের মধ্যে নতুনভাবে উৎপাদিত আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এজন্যই বিদ্যুতের দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ