স্পোর্টস ডেস্ক:
চা-বিরতির ঠিক আগে আরেকটি সাফল্য পেল বাংলাদেশ। হিল্টন কার্টরাইটকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। সৌম্য সরকারের হাতে ব্যাক্তিগত ১৮ রান করে ফিরলেন এই ব্যাটসম্যান। পঞ্চম উইকেট পড়লো অস্ট্রেলিয়া। তাতে চা-বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেটে ৩২১ রান অস্ট্রেলিয়ার। সফরকারীদের লিড দাড়িয়ে ১৬ রানের। বাংলাদেশ তাদের প্রথম ইনংসে করে ৩০৫ রান। দ্বিতীয় সেশনে খেলা হলো মোট ৩১ ওভার। বৃষ্টির কারণে বুধবার চট্টগ্রাম টেস্ট শুরু হয়েছে দেরিতে। প্রথম সেশন পুরোটাই গেছে বৃষ্টির পেটে। লাঞ্চের পর খেলা যখন শুরু হয়, ঘড়ির কাটায় তখন সোয়া ১টা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

