আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও শান্তিতে নোবেলবিজয়ী অং সান সুচি বলেছেন, ‘রাখাইনের রোহিঙ্গাদের রক্ষা করা হচ্ছে। তারা সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে। খবর বিবিসির।
রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় সুচি এ কথা বলেন।
মিয়ামনারের রাখাইনে সহিংসতার মুখে পড়ে গত ১০ দিনে এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা দেশ ছেড়েছেন। প্রাণ হারিয়েছেন শত শত রোহিঙ্গা মুসলমান। দাঙ্গা কবলিত রাখাইন থেকে হিন্দুরাও পালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলি-বোমা ছুড়ছে।
রাখাইনের অধিকাংশ বাসিন্দাই মুসলিম। তাদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়ন নিয়ে যথাযথ পদক্ষেপ না নেয়ার জন্য সমালোচনার মুখে পড়েছেন সুচি। সার্বিক বিষয় সম্পূর্ণ অগ্রাহ্য করে সুচি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য ছড়িয়ে সন্ত্রাসীদের সাহায্য করা হচ্ছে।
দৈনিক দেশজনতা/এন এইচ