২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৭

যুবলীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের ফেনসিডিল সেবনের ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়েছে। শহিদুজ্জামান স্বীকার করেছেন ছবিটি তার। তবে এটি ২০০৪ সালের ঘটনা বলে তিনি দাবি করেন। শহিদুজ্জামান শহীদ বলেন, কেশবপুরে তার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ষড়যন্ত্রমূলকভাবে এই ছবিটি এখন ফেসবুকে ছাড়া হয়েছে। তিনি দাবি করেন, ছবিটি ২০০৪ সালের। বয়সের দোষে বন্ধুদের পাল্লায় পড়ে এই ঘটনাটি (ফেনসিডিল সেবন) ঘটেছিল। ১৩ বছর পর এসে সেই ছবি নিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের জাল বোনা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই যুবলীগ নেতা শহিদুজ্জামান শহীদের ফেনসিডিল সেবনের ছবিটি ফেসবুকে ঘুরছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। শহিদুজ্জামান এর আগে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ