১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষে ৮০ রানে পিছিয়ে

স্পোর্টস ডেস্ক:

সফরকারী অস্ট্রলিয়া ২২৫/২ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করলো। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী মাঠে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি গড়েন। দিনশেষে ওয়ার্নার ৮৮ ও হ্যান্ডসকম্ব ৬৯ রানের অপরাজিত ছিলেন। অজি অধিনায়ক স্টিভেন স্মিথও নিজের উইকেট দেযার আগে অর্ধশতক পূর্ণ করেন। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ব্যক্তিগত ৫৮ রানে স্মিথকে সরাসরি বোল্ড করেন। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ থামে ৩০৫ রানে। অজি স্পিনার নাথান লায়ন নেন ৯৪ রানে ৭ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেরা বোলিং ফিগার। অজি মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে এদিন দেখা যায় বন্নি রূপে।  অজি ওপেনার ওয়ার্নার সাকুলে হাঁকান চারটি বাউন্ডারি ১৭০ বলের ধৈর্য্যশীল ইনিংস এতে একটিও তার ছক্কার মার ছিল না। বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় নিয়ে ১-০তে এগিয়ে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৬:৫৮ অপরাহ্ণ