১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

রোহিঙ্গা ইস্যুতে ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান অত্যাচার-নির্যাতন বিষয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পর এবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স।

রয়সার্টের খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বাকু থেকে বাংলাদেশে আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গা নির্যাতনের ঘটনাটিকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন।

গত মাসে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা মুসলিমসহ বেশ কিছু সংখ্যক হিন্দুরাও।

রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ নির্যাতন। চলতি এ সহিংসতা শুরুর পর থেকে মুসলিম দেশগুলোতে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ৫টি মুসলিম দেশ মিয়ানমার সেনাদের অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এছাড়া মালদ্বীপ রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।

অপরদিকে জাতিসংঘও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও জ্বালাও পোড়াও বন্ধের পাশাপাশি রোহিঙ্গা মুসলিমদের নাগরিক স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ