১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

জাফলংয়ে পিয়াইন নদীতে লাশ উদ্ধার ১

সিলেট প্রতিনিধি:  

সিলেটের জাফলংয়ে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে কামাল শেখ নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল শেখ (১৮) ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার মুসারভিটা গ্রামের রশিদ শেখের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রথম বর্ষের ছাত্র। জাফলংয়ের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক দেবাংশু দে জানান বিকাল ৫টা পর্যন্ত পিয়াইন নদীতে নিখোঁজ আরেকজনের সন্ধানে তল্লাশি চলছিল। বেলা সাড়ে ৪টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ তার সাথে আসা পর্যটকরা শনাক্ত করেছেন।

স্থানীয়রা জানান, একদল পর্যটক মঙ্গলবার বেলা ২টার দিকে নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে দুইজন নিখোঁজ হন। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফয়সাল হোসেন সৌরভ (১৮) নামে আরেকজন নিখোঁজ রয়েছেন। তিনি চট্টগ্রামের রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা ও চট্টগ্রামের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘সৌরভসহ চার বন্ধু মিলে চট্টগ্রাম থেকে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। পিয়াইন নদীতে গোসল করতে নেমে সৌরভ তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত সৌরভকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ