১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

রাখাইনের পরিস্থিতি সত্যিকার অর্থেই ভয়াবহ: জাতিসংঘের বিশেষ দূত

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির সমালোচনা করেছেন দেশটির মানবাধিকার বিষয়ে বলেছেন, রাখাইনের পরিস্থিতি সত্যিকার অর্থেই ভয়াবহ। সু চির এখনই সময় এ বিষয়ে পদক্ষেপ নেয়ার। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে পালিয়ে গেছে ৮৭ হাজার রোহিঙ্গা। বাড়িঘর ছেড়ে পালানো রোহিঙ্গার সংখ্যা ২০১৬ সালের অক্টোবরের সহিংসতার সময়কার তুলনায় অনেক বেশি। গত বছরের অক্টোবরের পর গত ২৪ আগস্ট রাখাইনে আবার নতুন করে নিরাপত্তা বাহিনী ও মুসলিম বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হয়। মিয়ানমার সরকার জানায় এতে অন্তত ৮৯ জন নিহত হয়। ইয়াংহি লি বলেন, অক্টোবরের তুলনায় এবারের সহিংসতার মাত্রা ‘অনেক তীব্র’। ‘মিয়ানমারের নেত্রীর (সু চি) এগিয়ে আসা প্রয়োজন। নিজ দেশের সবাইকে রক্ষা করার বিষয়টি আমরা যেকোনো সরকারের কাছেই প্রত্যাশা করি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৩:১৩ অপরাহ্ণ