নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। জেদ্দার উদ্দেশে আজ রাত ঢাকা ছাড়ছে প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-২০১১। বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরে আমরা প্রথম ফ্লাইটে আসা হাজীদের দেশের মাটিতে স্বাগত জানাতে পারবো।
২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১৮৭টি হজ ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান। এর মধ্যে ১৫২টি ছিল ডেডিকেটেড এবং ৩৫টি শিডিউল ফ্লাইট।এ বছর ঢাকা থেকে ১৩৩টি, চট্টগ্রাম থেকে ১৫টি এবং সিলেট থেকে ৪টি হজ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবারই প্রথম বিমান বাংলাদেশ চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করে। প্রসঙ্গত, গত ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ