২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

আইসিইউতে শিল্পী মুর্তজা বশীর

নিজস্ব প্রতিবেদক :

শ্বাসকষ্টজনিত কারণে প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত ১০টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

বড় মেয়ে মুনীজা বশীর জানান, গত রোববার যান্ত্রিক গোলযোগের কারণে একই হাসপাতালের লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলেন মুর্তজা বশীর। ওই দিন রাত সোয়া ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ছেলে মেহতাজ বশীরকে নিয়ে হাসপাতালের লিফটে আটকে ছিলেন তিনি।

‘সেদিন হাসপাতালের লিফটের ভেতর থাকায় অতিরিক্ত গরমে বাবার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। অবস্থা খুব খারাপ হওয়ায় তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে’, বলেন মুনীজা।

মুর্তজা বশীরের লিফটে আটকে থাকার বিষয়ে সেই সময় অ্যাপোলো হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) সাজেদুল ইসলাম খান এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, তাঁদের একটি সফটওয়্যার লক হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। পরে মহাখালী ও টঙ্গী থেকে ভেন্ডরদের দুটি দল ৪৫ থেকে ৪৮ মিনিটের মধ্যে পৌঁছার পর  নতুন সফটওয়ার স্থাপন করেছে। এরপর লিফট খোলা সম্ভব হয়েছে।

বিশিষ্ট ভাষাবিদ, পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। ঢাকায় জন্ম নেওয়া এই ব্যক্তি একাধারে ভাষাসৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ।

N/A

 

প্রকাশ :মে ১২, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ