১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

ঢাবির ভারপ্রাপ্ত উপাচার্য আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে বর্তমান উপ-উপাচার্য (প্রাশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ