১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদফেরা মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহা শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদফেরা মানুষ। আজ সোমবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঈদফেরা মানুষের ভিড় চোখে পড়ার মতো। অন্যদিকে চার দিন বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে চলাচল শুরু করবে মৈত্রী এক্সপ্রেস। ঈদের পরও সাত দিন পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলা।

কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল থেকে ৩১টি আন্তনগরসহ ৬৭টি ট্রেন কমলাপুর রেল স্টেশনে আসবে। এর মধ্যে সকালে সুন্দরবন, ধুমকেতুসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুরে পৌঁছায়। তবে কমলাপুরে আসার আগেই ট্রেন অনেক ফাকা হয়ে যাচ্ছে। অনেকই যাত্রীই নেমে যাচ্ছেন বিমানবন্দর স্টেশনে।

স্টেশনের তথ্য অনুযায়ী, ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হয়েছিলো। বিশেষ ব্যবস্থাপনায় রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে এ অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিলো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ