১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

মাশরাফিকে সম্মাননা দিল নড়াইলবাসী

 স্পোর্টস ডেস্ক:

ক্রীড়াক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা সেরা বাঙালি (২০১৭) নির্বাচিত হওয়ায় মাশরাফির হাতে গড়া প্রতিষ্ঠান শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। একই সঙ্গে মাশরাফির বন্ধুদের নিয়ে গড়ে তোলা এই ক্লাবের সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের তাহেরা কনভেনশন হলে রোববার রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানে শুভেচ্ছা ক্লাবের সভাপতি সুদীপ্ত শাফায়েত কমলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাশরাফির প্রিয় স্যার মো. ইদ্রীস আহম্মদ, ফুটবল কোচ কার্ত্তিক দাস, শরীফ মোহাম্মদ, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার তারেক আহম্মেদ প্রমুখ। মাশরাফি তার বক্তৃতায় ছোটকালে ক্রীড়াঙ্গন ও বন্ধুদের সঙ্গে বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন। মাশরাফি শুভেচ্ছা ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি নড়াইলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে ক্রীড়া সংগঠকদের নতুন উদ্যোমে কাজ শুরু করার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে মাশরাফিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন শুভেচ্ছা ক্লাবের সদস্যরা। পরে ২০তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন মাশরাফিসহ অতিথিরা। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী বাজি উৎসবের আয়োজন করা হয়।

এর আগে রোববার বিকেলে একই মাঠে শুভেচ্ছা ক্লাবের সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে ফুটবল খেলায় মেতে উঠেন। ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিও বন্ধুদের সঙ্গে কাদাপানি মেখে ফুটবল খেলায় মেতে উঠেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ