নিজস্ব প্রতিবেদক :
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রিভিউ শুনানি (রায় পুনরায় বিবেচনার আবেদন) আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সুপ্রিম কোর্টের রোববারের কার্যতালিকায় ৩০ নম্বর ক্রমিকে রয়েছে মামলাটি।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৪ সালে তৎকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু করাদণ্ড দেন। ওই বেঞ্চের আরেক সদস্য বিচারপতি শামসুদ্দীন চৌধুরী অবসরে গেছেন।
এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মৃত্যৃদণ্ড বহাল চেয়ে রিভিউ আবেদন করে। অপর দিকে মাওলানা সাঈদীর পক্ষে সম্পূর্ণ খালাস চেয়ে রিভিউ আদেন দায়ের করা হয়।
N/R