২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩৩

মাংস ভাগাভাগি নিয়ে মারামারি কলেজছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি:  

চাঁদপুরের হাজীগঞ্জে কোরবানি পশুর মাংস ভাগাভাগি নিয়ে মারমারির ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম(২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামের তাল বাড়ির সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে। সাইফুলের প্রতিবেশীরা জানান, কোরবানি পশুর ভাগ দেয়া নিয়ে একই বাড়ির রফিক মিয়ার পরিবারের সঙ্গে মারামারি হয়। ক্ষিপ্ত হয়ে প্রবাসী রফিকের ছেলে রবিউল ইসলাম হৃদয় অতর্কিতভাবে নুরুল ইসলামের পরিবারের সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে সাইফুল ইসলাম প্রতিবাদ করতে গিয়ে হৃদয়ের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন।

সাইফুল ইসলামের বাবা নুরুল ইসলাম বলেন, আমার ছেলের পেটে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। ওই সময় প্রতিবেশী মিজানুর রহমান দৌড়ে এসে সাইফুলকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সোমবার রাতেই সাইফুলের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভোরে তার মৃত্যু হয়। তিনি বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানাই।’ হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মান্নান জানান, এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ