২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৯

আগামী ভোটে বিএনপির কর্মীরা ছাড় দেবেন না: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

আগামী দিনের ভোটে বিএনপির কর্মীরা ছাড় দেবেন না বলে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলকে হুঁশিয়ার করেছেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’, এটা আর চলতে দেয়া হবে না। রোববার বেলা একটায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ভেলাজান ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ছাত্র-গণসমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি করেন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে সরকারের উদ্দেশে মির্জা বলেন, ‘মানুষ ভোট না দিলেও ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণের অংশগ্রহণ ছাড়া যে ভোট হয়েছে তা ভোটের নামে প্রহসন। তাই এ সরকারের নৈতিকতা বা বৈধতা নেই।’

এ সময় বিএনপির মহাসচিব গত ইউপি নির্বাচনের সমারোচনা করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছিলেন, যদি আগামী দিনে ভোট অনুষ্ঠিত হয়, তাহলে সেই ভোট বিএনপির নেতাকর্মীরা ছাড় দেবে না। আমরা আমাদের ভোট কাউকে দিতে দিব না। আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব’- এ অবস্থা চলতে পারে না।

আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে নিরপেক্ষ সরকার ব্যবস্থা আনতে চায় না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সরকার মানুষকে ভয় পায় বলেই বিভিন্ন অজুহাত খুঁজে বিএনপিকে কলুষিত করার।

বিএনপি শুধু একটা জিনিসই চায় আর সেটা হলো নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিবার্চন উল্লেখ করে ফখরুল বলেন, ‘সেজন্য আগে থেকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

এ সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগকে আবার আলোচনায় বসার আহ্বান জানান। বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চাই দেশের সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সুষ্ঠু নির্বাচনে যে দল নির্বাচিত হবে তাদের আমরা দেশ চালানোর জন্য ফুলের মালা দেব।’

তবে মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘কিন্তু কাউকে নির্বাচন করতে দিবেন না, সবাইকে দূরে ঠেলে রাখবেন, এটা হতে পারে না।’

সমাবেশে আরো বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ